বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির প্রয়াত চার সদস্যের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ (নজেকশিস)’র সভাপতি মোহাঃ ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ আনিছুর রহমান। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ (নজেকশিস)’র সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাধাকান্তপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাঃ গোলাম কিবরিয়া, মহিপুর কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, দিয়াড় মহাবিদ্যালয়েল অধ্যক্ষ মোঃ সাজেমান আলীসহ অন্যরা। শেষে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে মৃত সদস্যের পরিবারের হাতে চেক তুলে দেন অতিথিবৃন্দ। চেকপ্রাপ্তরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর কলেজের দিবাপ্রহরী প্রয়াত আফসার আলীর পরিবারকে ৫ লক্ষ ৪০ হাজার ৭৯৫ টাকা, ভোলাহাট মহবুল্লাহ কলেজের গ্রন্থাগারিক প্রয়াত মোজাহার হোসেনের পরিবারকে ৪ লক্ষ ৭৩ হাজার ৬১৪ টাকা, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক প্রয়াত এনামুল হকের পরিবারকে ৪ লক্ষ ৭৩ হাজার ৯৯৪ টাকা এবং শিবগঞ্জ উপজেলার আলহাজ¦ শরিফ আহম্মদ কারিগরি উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গনিত প্রভাষক প্রয়াত শরিওতুল্লাহ এর পরিবারকে ৪ লক্ষ ৭১ হাজার ৬৩৯ টাকার চেক প্রদান করা হয়। এসময় বিভিন্ন কলেজের প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি ১২৭ জন প্রয়াত সদস্যদের পরিবারকে মোট ৮ কোটি ৮০ লক্ষ ৪৪ হাজার ৮৩৫ টাকার অনুদানের চেকU প্রদান করা হয়েছে।