বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অুনষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের হুজরাপুরে জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
সূচনা বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মীর আল মনসুর শোয়াইব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওবায়দুল হকসহ অন্যরা।
দোয়া পরিচালনা করেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ নিশান।