বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মসজিদ, গোরস্থান ও মাদ্রাসার উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
বৃহস্পতিবার জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ও নির্মাণাধীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ডালিমবাড়িয়া মসজিদ, ৪নং ওয়ার্ডের দ্বারিয়াপুর গোরস্থান, ৫নং ওয়ার্ডের উপর নিমগাছি সরকারপাড়া গোরস্থান, ১৪নং ওয়ার্ডের পোল্লাডাঙ্গা মসজিদসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদ, পোল্লাডাঙ্গা মসজিদ কমিটির সদস্য শহীদুল হুদা অলক, ডালিমবাড়িয়া মসজিদ কমিটির সভাপতি আক্তার হোসেন মুন্সি, সদস্য বাবর আলীসহ প্রকল্পগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।