বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো রুহুল আমিন।
সভার শুরুতেই তুরস্ক ও সিরিয়ায় ভয়বহ ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
সভায় পরিষদের বিগত অর্থবছরের গৃহীত এডিপি ও রাজস্বসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যবৃন্দ।
সভায় আরো উপস্থিত ছিলেনÑ পরিষদের সদস্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, জেলা পরিষদের সাধারণ সদস্য আব্দুল জলিল মাসুদ (সদর), আব্দুস সালাম (শিবগঞ্জ), হোসনে আরা পাখি (ভোলাহাট) তরিক-উজ জামান সুমন (নাচোল) সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা বেগম (১) ও সাবিহা শবনম কেয়া (২), জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. সুজাউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ আরো অনেকে।
সভায় উন্নয়ন কর্মকা- এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।