বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ঈদে মিলাদুন্নবী বা মাওলিদ হচ্ছে হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে বিশেষ উৎসবমুখর দিন। নবীজির জীবদ্দশায় এ ধরনের উৎসবের আয়োজন করা না হলেও তার মৃত্যুর কয়েকশ বছর পর প্রথমবারের মতো উদযাপন করা হয় ঈদে মিলাদুন্নবী।