ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না রাখতে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় পরামর্শ দিয়েছেন তৃণমূল নেতারা।
সোমবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্তু পৌর সদরের স্থানীয় বিলাসী কমিউনিটি সেন্টারের ৩য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও ১০ ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ইউনিয়ন কমিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ তাদের বক্তবে দলের মধ্যে বিভেদ ও সংঘাত এড়াতে এ উপজেলার ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দেওয়ার পক্ষে মত দেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল জানান, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৩০ অক্টোবরের মধ্যে স্ব স্ব ইউনিয়নের প্রার্থী তালিকা চুড়ান্ত করতে। ইউনিয়ন কমিটির তালিকায় থাকা প্রার্থীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয় থেকে ৩১ অক্টোবর থেকে শুরু করে ২ নভেম্বর পর্যন্ত আবেদন ফরম উত্তোলন ও জমা দিতে পারবেন।
তিনি আরো বলেন, বর্ধিত সভায় আসন্ন ইউপি নির্বাচনে এ উপজেলায় নৌকা প্রতীক না দেওয়ারও মতামত এসেছে। এ আসনের বর্তমান ও সাবেক সাংসদের সঙ্গে পরামর্শক্রমে রেজুলেশন আকারে তালিকা কেন্দ্রে পাঠানো হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ সাইদুর রহমান সজল প্রমুখ।
দলীয় প্রতীক তু্লে দেওয়ার প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশাররফ হোসেন বলেন, মাঠ পর্যায়ে নেতাকর্মীরা প্রস্তাব রেখেছেন। দলের ভেতর কোন্দল যাতে কম হয় সে জন্য। তবে নির্বাচন পদ্ধতি সরকারি দেওয়া নিয়ম তো মানতে হবে।
তিনি আশা ব্যক্ত করে বলেন, কেন্দ্র সঠিক ব্যক্তিকে মনোনিত করলে নিজেদের মধে বিভেদ কম থাকবে। আমরা নৌকার প্রার্থীকে জয়ী করতে পারব।