মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর মাদক বিরোধী অভিযানে ২১জনের বিরুদ্ধে মামলা দায়ের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৭৪ বার পঠিত

 চাঁপাইনবাবগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ : শনিবার দুপুরে সাড়ে১২টার দিকে বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এর নেতৃত্বে সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার একটি স্টেডিয়ামের দর্শক গ্যালারির নিচে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। আটককৃত হলো, বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়ার মোঃ আতা (৪০)মোঃ ছনু মিয়া( ৫০)মোঃ আলিম ইসলাম (৩০)হলদার পাড়ার মোঃআবুল কালাম(৫০)শ্রী গনেশ হলদার(২২)শ্রী গোবিন্দ হলদার(২৮)বারঘরিয়া বিশ্বাসপাড়ার মোঃ আলী(২৩)লক্ষিপুর মাষ্টার পাড়ারমোঃশাকিব (১৯)মহারাজপুর ইউনিয়নের বালু বাগানের মোঃনয়ন আলী(২৭)বালিয়াডাঙ্গা ইউনিয়নের নসিপুরের মোঃ সেলিম (৪০)ঝিলিম ইউপি,র বড়পুকুরিয়ার মোঃ শামীম (৩৫)লক্ষীপুরচিনকীপাড়ার মোঃমেহরুল (৬০) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুর রেলবাগানপাড়া মোঃ সুমন(৩৭)বামনডাঙ্গার মোঃ মিলন(৩০)জিয়ানগরের মোঃ বাবলু(৩৪)চুনারী পাড়ার স্মোঃ সুমন আলী (৪০)দূর্গাপুরের আঃরহিম(৪০)প্রান্তিকপাড়ার মোঃজহরুল ইসলাম ঝড়-(৪৫)মসজিদপাড়ার মোঃ হাদি(২৪)চাঁদলাই এর মোঃমিনহাজ(৪০)অভিযান কালে মাটির তৈরি কলকি,কাগজের তৈরি পাইপ, গ্যাস লাইট, এবং কেচি উদ্ধার করা হয়। অভিযানে মাদকসেবনারত অবস্থায় মাদকসেবিদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাপত্র অনুযায়ী আসামীগণ মাদকাসক্ত হিসেবে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com