দেশে আগের দিনের চেয়ে করোনাভাইরাসে মৃত্যু ও রোগী শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ছয়জন মারা গেছেন। শনাক্ত হয়েছে আরও ২৬৬ রোগী। আগের দিন ২ জনের মৃত্যু ও ২১৩ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৬৬ জনকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৩৫।আজকের ছয়জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৩৪ জনে দাঁড়িয়েছে।গত একদিনে মোট সুস্থ হয়ে উঠেছেন ২৫৭ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জনে।