পুলিশের ২০ কর্মকর্তাকে পদোন্নতি ও বদলি করা হয়েছে। তা ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।
ডিএমপির গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাজু মিঞাকে গোয়েন্দা মিরপুর বিভাগে, পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাইদ আল মামুনকে অফিসার ইনচার্জ করে গেন্ডারিয়া থানায় এবং রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. আহাদ আলীকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পল্লবী থানায় বদলি করা হয়েছে।
অন্য এক আদেশে ডিএমপির পরিবহন বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক খন্দকার ইফতেখার হোসেনকে ট্রাফিক রমনা বিভাগে এবং ট্রাফিক রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেনকে পরিবহন বিভাগে বদলি করা হয়েছে।
এদিকে পুলিশের সার্জেন্ট থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫ কর্মকর্তা। পদোন্নতির পর তাদের ইন্সপেক্টর (শহর ও যানবাহন) হিসেবে ডিএমপিসহ বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।
রবিবার আইজিপি ড. বেনজীর আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।
পদোন্নতি পাওয়া ইন্সপেক্টররা হচ্ছেন, সার্জেন্ট মো. নুরুজ্জামান, সার্জেন্ট মদন কুমার স্বর, সার্জেন্ট মোহাম্মদ কাউছার হোসাইন, সার্জেন্ট মো. ইজাজ আহমেদ, সার্জেন্ট মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সার্জেন্ট মো. সোহেল রানা চৌধুরী, সার্জেন্ট নাজমুল হাসান, সার্জেন্ট মো. ইবনে ফিরোজ, সার্জেন্ট মো. মাহমুদ হাসান, সার্জেন্ট মো. আমিনুল ইসলাম, সার্জেন্ট রিপন চন্দ্র সরকার, সার্জেন্ট মোহাম্মদ আমিনুল ইসলাম, সার্জেন্ট মুহাম্মদ আসাদুজ্জামান, সার্জেন্ট শেখ মোশাররফ হোসেন ও সার্জেন্ট মো. আলী আশরাফ মোল্লা।