অনলাইন নিউজ : আগামীকাল সকালে বঙ্গভবনে পরিবারের সদস্য ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, সকাল সাড়ে ৮টায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি বজায় রেখে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে হঠাৎ করে কভিড-১৯ প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে রাষ্ট্রপতি হামিদ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে এ বছরও অংশ নিচ্ছেন না। ঈদের নামাজ পরিচালনা করবেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির।ঈদের নামাজে রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকবেন।
নামাজ শেষে রাষ্ট্রপতি হামিদ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবনে সময় কাটাবেন। তবে সেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে খাবার পরিবেশনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের পর্ব থাকছে না বলে মুখপাত্র জানান।