অনলাইন নিউজ : বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য নামাজের সময় ছাড়া প্রতিটি মসজিদের এসি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
এর আগে বিদ্যুৎ সাশ্রয়ে সরকার কয়েকটি সিদ্ধান্তের কথা জানালে, মসজিদে এসি বন্ধ রাখার বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ এবং দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
তবে সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মসজিদে নামাজের সময় এসি চলে সর্বোচ্চ ৩০ মিনিট। এই সময় বাদে মসজিদে এসি বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সব উপাসনালয় কর্তৃপক্ষকে এমন নির্দেশনা দিয়েছি।
এর আগে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।’
তিনি জানান, গাড়িতে তেলের ব্যবহার কমাতে হবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখা হবে। পেট্রোল পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে এবং বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।এছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত হয়নি।
এ জাতীয় আরো খবর..