বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, ঝালকাঠি সেনাবাহিনীর ল্যাফ. কর্ণেল সাজ্জাদ ও মেজর রাকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাকিলা রহমান সঞ্চালনায় উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলায় পরিবর্তীত পরিস্থিতির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে এবং বর্তমান সময়ে আইনশৃঙ্খলার উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। সভায় পুলিশ বিভাগের কার্যক্রম জেলা কারাগার, মাদক, বাল্য বিবাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, আনসার ভিডিপি সম্পর্কিত, বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম, ভ্রাম্যমান আদালত পরিচালনা, অবৈধ ক্লিনিক, ফুটপাত দখল মুক্ত করা, ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় বিগত নভেম্বর মাসে ৫৯টি মামলা দায়ের হয়েছে ও ৪৩জন মামলাভূক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩টি সিধেল চুরি, অরাজনৈতিক দস্যূতা ১টি,  চাদাবাজি ৬টি, সম্পত্তি বিনষ্টি ১টি, রাজনৈতিক দাঙ্গা ১টি, ধর্ষন ২টি, গাড়ী চুরি৩টি, অন্যান্য চুরি ২টি, অগ্নিসংযোগ ১টি, পারিবারিক সংঘাতজনিত কারণে ২৫টি মারামারি ঘটনা, মাদক নিয়ন্ত্রণ আইনে ৬টি, বিস্ফোরক আইনে ২টি, ৬টি অন্যান্য মামলাসহ ৫৯টি মামলা দায়ের হয়েছে। এর পূর্বের মাসে (অক্টোবর) একই সংখ্যা ৪৭টি মামলা ছিল এবং আসামী গ্রেফতারের সংখ্যা ছিল ৩০জন।
ছবিঃ ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, ০৮/১২/২০২৪।

ঝালকাঠি জেলায় মোবাইল কোর্টের সংখ্যা কম হলেও কিন্তু জরিমানা আদায়ের পরিমাণ বেড়েছে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ০৮ ডিসেম্বর ২০২৪॥
ঝালকাঠি জেলায় বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে গুটিয়ে থাকা মোবাইল কোর্টের সংখ্যা নভেম্বর মাসে কমেছে তবে জরিমানা আদায় বেশি হয়েছে। বিগত (নভেম্বর) মাসে ৬২টি মোবাইল কোর্টের আওতায় ৭৬টি মামলা দায়ের হয়েছে এবং ৭৩জনকে দন্ডিত করে ৫ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভিন্ন মেয়াদে ১২জনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছে। এরপূর্বে (অক্টোবর) মাসে ১১৯টি মোবাইল কোর্টের আওতায় ১০৩টি মামলা ও ৭৫ জনকে দন্ডিত করে ১ লাখ ৪৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল এবং ১৪ জনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছিল। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এই তথ্য উপস্থাপন করেন।

 

ঝালকাঠি হানাদার মুক্ত দিবস দিবস র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ০৮ ডিসেম্বর ২০২৪॥
ঝালকাঠিতে হানাদার মুক্ত দিবস র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা ভবন থেকে উপজেলা নির্বাহী কর্মতর্কা ফারহানা ইয়াসমিনের নেতৃত্বে র‌্যালিটি বের হয় এবং শহর ঘুরে ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের উপস্থিতিতে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন হিমু ও রুহুল আমিন বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের বিজয়ের এই দিনের স্মৃতিচারণ করেন এবং কিভাবে ঝালকাঠি হানাদার মুক্ত হলো তা তুলে ধরেন।
ছবিঃ ঝালকাঠিতে হানাদার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, ০৮/১২/২০২৪।

ঝালকাঠিতে সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ অবহিত করণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ০৮ ডিসেম্বর ২০২৪॥
ঝালকাঠিতে সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, ঝালকাঠি সেনাবাহিনীর ল্যাফ. কর্ণেল সাজ্জাদ ও মেজর রাকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাকিলা রহমান সঞ্চালনায় উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক খালেদ রাশেদুল হাসান খান এই বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন। জেলা পরিসংখ্যান অফিস এর আয়োজন করেন।
বৈজ্ঞানিকভাবে স্বীকৃত পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে সমগ্র দেশ হতে প্রতিনিধিত্বশীল জন-আকাঙ্খা চিহিত করে সংবিধানের সামগ্রিক সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পুনর্বিন্যাশ ও পুনর্লিখন করার বিষয়ে মতামত সংগ্রহ করা এবং সংবিধান সংস্কারের সুপারিশ তৈরীর লক্ষ্যে জরিপের ফলাফল হতে প্রাপ্ত জনমত সংক্রান্ত প্রতিবেদন প্রণয়নপূর্বক কমিশনকে প্রদান করা। দেশের ৬৪ জেলার প্রতিটি জেলা হতে পরিসংখ্যানিক পদ্ধতিতে ৩৬টি করে মোট ২৩০৪টি নমুন বা বৈচনয়ন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। ১৮-৭৫ বছর বয়সী সকল সদস্যদের মধ্য থেকে এই পদ্ধতিতে জরিপের তথ্য সংগ্রহ করা হবে। আগামী ৫ থেকে ১০ ডিসেম্বর এই জরিপ করা হবে।

ছবিঃ ঝালকাঠিতে জাতীয় জনমত জরিপ অবহিতকরন সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, ০৮/১২/২০২৪।

 

 

 

 

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ০৮ ডিসেম্বর ২০২৪॥
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কাঠালিয়ার শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
০৮ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় কাঠালিয়া অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভায়

েসভাপতিত্ব করেন-কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চয় দাস। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, রূপালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ নাঈমুর রহমান নাইম।
অনুষ্ঠান শেষে শহীদ রাকিব হোসেন মা শিল্পী বেগম ও শহীদ সুজনের স্ত্রী জান্নাত এর হাতে প্রধান অতিথি উপহার সামগ্রী তুলে দেন। পরে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com