চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন, অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর জন্য ১’শ ৩০টি ঘর নির্মান করা হবে চাঁপাইনবাবগঞ্জে। এর মধ্যে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা-মানপুরে নির্মাণ করা হচ্ছে ৩৬টি ঘর। বুধবার বিকেলে প্রকল্প এলাকার কাজের অগ্রগতি সম্পর্কে পরিদর্শন করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাসের পলেন, উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদস্য মো. কামাল হোসেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, সাধারণ সম্পাদক মো. টুটুল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার জানান, জেলায় ১’শ ৩০টি ঘরের মধ্যে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা-মানপুর এলাকায় ৩৬টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে ১ লক্ষ ৭১ হাজার টাকা করে খরচ হচ্ছে। আশ্রয়ন প্রকল্পের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে বলেও জানিয়ে তিনি আরো বলেন, দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। খুব শীগ্রই অসহায়, দরিদ্র পরিবারগুলোর মাঝে ঘর হস্তান্তর করা হবে।