বিডি ঢাকা ডেস্ক
আগামী ৪ থেকে ২৫ অক্টোবর প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভায় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনূর রহমান। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসারসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, আগামী ৪ থেকে ২৫ অক্টোবর ইলিশের প্রজনন মৌসুম। এই সময়ে মা ইলিশ সংরক্ষণ করতে হবে এবং ইলিশ আহরণ, মজুত বা ক্রয়-বিক্রয় করা যাবে না। অর্থাৎ এই সময়ের মধ্যে ইলিশ আহরণ বন্ধ থাকবে।