বিডি ঢাকা ডেস্ক
নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম সেবা বলেছেন, ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতার বিকল্প নেই। দূর্ঘটনারোধে মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরিধান নিশ্চিত করতে হবে।
প্রতিটি ফিলিং স্টেশনে হেলমেট ব্যাতীত মোটর সাইকেলে জ্বালানী সরবরাহ করা যাবে না। সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। জেলা পুলিশের উদ্যোগে রোববার জেলা শহরের পারলা বাসটার্মিনাল সংলগ্ন মোনাকো ফিলিং স্টেশনে নো হেলমেট-নো ফুয়েল ক্যাম্পেইন উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম সেবা এসব কথা বলেন।
ক্যাম্পেইনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহ শিবলী সাদিক, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম পিপিএমসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।