বিডি ঢাকা ডেস্ক
২০২৫ সালের প্রথম তিন মাসে সরকারি জমিতে তেল ও গ্যাস লিজ বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার প্রায় ৪ কোটি ডলার রাজস্ব আয় করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র সচিব ডগ বারগাম বলেন, “এই ত্রৈমাসিকের লিজ বিক্রি প্রমাণ করে যে আমেরিকান জ্বালানি আধিপত্য প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের অঙ্গীকার কতটা দৃঢ়। আমরা ফেডারেল জমিতে যারা জ্বালানি উৎপাদনে ভূমিকা রাখছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “ট্রাম্প প্রশাসনের যৌক্তিক, প্রবৃদ্ধিমুখী নীতির ওপর ভিত্তি করেই আমরা জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সক্ষমতা এবং জনগণের জীবিকার জন্য সরকারি জমিকে সর্বোচ্চভাবে ব্যবহার নিশ্চিত করছি।”
ডগ বারগামের আওতাধীন ব্যুরো অব ল্যান্ড ম্যানেজমেন্ট (বিএলএম) জানায়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৫,০৩৮ একর জমির ৩৪টি অংশ জীবাশ্ম জ্বালানির জন্য লিজ দেওয়া হয়েছে। এর মাধ্যমে মোট ৩৯,০০৭,৬০৯ মার্কিন ডলার আয় হয়েছে।
এই রাজস্ব ফেডারেল সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। অর্থপ্রাপ্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে মন্টানা, নর্থ ডাকোটা, নিউ মেক্সিকো, ওয়াইওমিং ও নেভাডা।
স্বরাষ্ট্র দপ্তর জানায়, এই লিজ বিক্রিগুলো ট্রাম্পের নির্বাহী আদেশ ১৪১৫৪- “আমেরিকান জ্বালানি মুক্ত করার লক্ষ্যে” – বাস্তবায়নের অংশ হিসেবে হয়েছে। দপ্তরটি আশ্বাস দেয়, সংশ্লিষ্ট জমিগুলোর উন্নয়ন হবে ১৯৬৯ সালের ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্ট অনুযায়ী, যা পরিবেশগত প্রভাব মূল্যায়নের একটি প্রধান আইন।