বিডি ঢাকা ডেস্ক
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা রেলগেটে মঙ্গলবার দুপুরে ঢাকাগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৪ জন যাত্রী নিহত হয়েছে।
এ ঘটনায় মাইক্রোবাসের আরো ৩ জন যাত্রী আহত হয়েছে। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সদর উপজেলার সদর উপজেলার কাফুরা এলাকায় কোন রেলগেট নাই। এছাড়া এখানে কোন রেলগেট ম্যান নাই। ব্যস্ত এই রাস্তায় সদরের মুন্সীবাজার হয়ে সদরপুর, ভাঙ্গাসহ ঢাকা যাওয়া যায়। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে মুন্সীবাজার হতে গজারিয়ার
দিকে যাচ্ছিলো। এসময় রাজশাহী হতে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই মাইক্রোবাসটি চিটকে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।ফলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ২ মহিলা যাত্রী ও ড্রাইভার মারা যায়।স্থানীয়রা ৪ জন যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে
সেখানে ১ জন মারা যায়। প্রত্যক্ষদশী গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেবব্রত দত্ত জানান, প্রচন্ড শব্দে ট্রেনটি মাইক্রোবাসটিকে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিয়ে ঢাকার দিকে চলে যায়।আমরা মৃত ৩ জনকে উদ্ধার এবং ৪ জনকে হাসপাতালে পাঠিয়েছি। তারা নারায়নগঞ্জ থেকে গজারিয়ার দিকে এক আত্মীয় বাড়ি যাচ্ছিলো। তাদের নাম পরিচয় জানা যায়নি।