নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে আসামী আটক করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার (৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ উপজেলার রামপাড়া গ্রামে গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) আসামী আটক করতে গেলে স্হানীয় দেশীয় মদ (চুয়ানি) বিক্রেতারা হামলা চালিয়ে আসামী ছিনতায়ের চেষ্টা করে। এ সময় গোদাগাড়ী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও সহকারী পরিদর্শক (এএসআই) মাসুদ রানা আহত হয়। খবর পেয়ে ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার নিয়ে আসে। এসময় হামলার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করে পুলিশ। আটকৃতরা হচ্ছে রামপাড়া গ্রামের ললিত সরকারের ছেলে বিপেন সরকার (৭০), গোষ্ট রায়ের ছেলে দশরত রায় (৩৮) ও ঝড়ুর ছেলে ভবেশ (৩২)। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, রামপাড়ায় মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী আটক গেলে একাত্রিত হয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের হবে বলে জানান ওসি। তিনি আরও জানান, পুলিশের উপর হামলার ঘটনায় অন্য আসামীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।