অনলাইন নিউজ : করোনা মহামারীর কারণে প্রায় দুই বছর স্বাভাবিক ফ্লাইট বন্ধ ছিল ভারতে। আগামী ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক রুটে আবারও নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে দেশটি। বিষয়টি অবগত করে ভারতের সিভিল এভিয়েশন, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) চিঠি দিয়েছে।
স্বাভাবিক আন্তর্জাতিক ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও ভারতের এয়ারলাইন্সগুলো এই রুটে ইচ্ছেমতো ফ্লাইট পরিচালনা করতে পারবে।
প্রায় ১ বছর ধরে ভারতের এয়ার বাবল চুক্তির মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল। এই চুক্তির অধীনে ভারতের বিভিন্ন রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইন্ডিগো, গো এয়ার, স্পাইস জেট, ভিস্তারা ও এয়ার ইন্ডিয়া সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনা করেছে। তবে ২৭ মার্চ থেকে তারা স্বাভাবিক ফ্লাইট চালাবে।
ভারতের সিভিল এভিয়েশনের দেওয়া চিঠিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকাদানের হার বাড়ায় সব পক্ষের সঙ্গে আলোচনা করে ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন যে এয়ার বাবল ব্যবস্থায় সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করছে, ২৬ মার্চ মধ্যরাতের পর তা আর থাকবে না।
করোনাভাইরসের সংক্রমণ বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। ওই বছর মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হলেও আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা বহাল থাকে। পরে এয়ার বাবল ব্যবস্থার আওতায় ২০২০ সালের শেষের দিকে শুরু হয় সীমিত ফ্লাইট চলাচল।
এদিকে, আগামী ২৬ মার্চ থেকে সপ্তাহে প্রতিদিন ঢাকা থেকে ভারতের কলকাতায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। করোনা সংক্রমণ বাড়ার পর এ রুটে এতোদিন বাংলাদেশ ও ভারতের এয়ার বাবল চুক্তির আওতায় সপ্তাহে দুইটি করে ফ্লাইট চলাচল করতো সংস্থাটির।
শুক্রবার (১১ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম বলেন, অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতায় ফ্লাইট সংখ্যা বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। এই রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।
এ জাতীয় আরো খবর..