বিডি ঢাকা ডেস্ক
‘নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। মঙ্গলবার সকালে পৌর কর্মচারী সংসদের উদ্যোগে এই অভিযান শুরু করা হয়।
সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌর নিবাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ। এসময় পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা পৌরবাসীর উদ্দেশ্যে বলেন— শুধু ডেঙ্গ নয়, মশাবাহিত রোগ থেকে মুক্ত থাকতে হলে নিজ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, ড্রেনের মধ্যে কিংবা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। তারা বলেন, নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
এ উপলক্ষে পৌরসভা কার্যালয় প্রঙ্গণ থেকে পৌর কর্মচারী সংসদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ব্যানারে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে স্কারউটস সদস্যরাও অংশগ্রহণ করেন।