বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে প্রত্যয় নয় আসছে রুস্তম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২৩৩ বার পঠিত

পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি থেকে ধীর গতিতে যানবাহন উদ্ধার কার্যক্রম চলায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাকচালক ও মালিকরা। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ৩য় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টায় উল্টে যাওয়া রো রো শাহ আমানত ফেরি থেকে মাত্র দুট্রি ট্রাক উদ্ধার করা হয়।

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ১৪টি ট্রাক ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে বুধবার সকাল পৌনে ১০টার দিকে  উল্টে যায় শাহ আমানত নামের ফেরিটি। গণমাধ্যমে বলা হয়েছিল উদ্ধারের জন্য প্রত্যয় নামে উদ্ধারকারী জাহাজ আসছে। কিন্তু ঘটনার তিন দিনের মাথায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিক প্রত্যয় আসবে না বলে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানিয়ে দেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক।

তিনি জানান, প্রত্যয় নয় উদ্ধারকাজে মুন্সিগঞ্জ থেকে শুক্রবার সন্ধ্যা নাগাদ উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে পৌঁছাবে।

শুক্রবার সকাল থেকে বিআইডব্লিউটিএর হামজা ক্রেন দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরি দল, কোস্ট গার্ডে, নৌপুলিশ, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএরকর্মীরা।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক সাংবাদিকদের বলেন,  ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করতে প্রত্যয় জাহাজটি দুর্ঘটনা কবলিত জায়গায় আসতে পাশে যে পরিমাণ পানি থাকার দরকার সে পরিমাণ পানি নেই এখানে। তা ছাড়া উদ্ধার কাজ করার উপযুক্ত পরিবেশ নেই। তাই আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে সিদ্বান্ত নিই প্রত্যয়ের বদলে রুস্তম আনার।

তিনি বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে নিখোঁজ যানবাহন উদ্ধার করা হবে। এরপর ফেরির উদ্ধারের বিষয়ে সিদ্বান্ত হবে। যেহেতু আমাদের ফেরি উদ্ধারের সক্ষমতা নেই জাহাজগুলির। প্রয়োজনে সরকারিভাবে সম্ভব না হলে বেসরকারি সংস্থার সাহায্য নেয়া হবে।

ডুবে যাওয়া ট্রাকের মালিক সবুজ বলেন, ঘটনার প্রথম দিনই আমার ট্রাকটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে রাখছে। তিন দিন হয়ে যাচ্ছে আমাদের ট্রাক বুঝিয়ে দেওয়া হচ্ছে না। ঘাটে নাওয়া-খাওয়া বাদ দিয়ে বসে আছি।

আরেক কাভার্ড ভ্যানচালক শাজাহান বলেন, আমার গাড়িটা বিকাল সাড়ে ৪টার দিকেও উদ্ধার করতে পারেনি। প্রত্যয় আসার কথা ছিল, আসেনি। শুনতাছি রুস্তম আয়ব। তারও কোন দেহা নাই।

বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, ডুবে থাকা বাকি ট্রাকগুলোকে শনাক্ত করা হয়েছে। পলি মাটি পড়ে যাওয়ার কারণে সময় একটু বেশি লাগছে। আজকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুটি ট্রাকসহ তিন দিনে ১১টি ট্রাক ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক তৃতীয় দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আজকেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসনের তদন্ত টিম কাজ শুরু করেছেন। ধীরগতিতে উদ্ধার ও যানবাহন হস্তান্তরের বিষয়ে বলেন, পানির নিচ থেকে যানবাহন ওঠানো কষ্টসাধ্য। অতি সতকর্তার সঙ্গে কাজ করায় সময় লাগছে। তা ছাড়া মালিকানার বিষটি যাচাই-বাছাইয়ের পরিবহন হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com