অনলাইন নিউজ : ঢাকায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের মধ্যে ৯২ শতাংশের শরীরেই করোনাভাইরাসের ওমিক্রন ধরন পাওয়া গেছে। বাকি ৮ শতাংশের শরীরে মিলেছে ডেল্টা ধরন।
শনিবার গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি,র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের ভাইরোলজি ল্যাবরেটরিতে ২৪ জন কোভিড আক্রান্তের নমুনা পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমিক্রন ধরনের দুটি উপ-ধরন পাওয়া গেছে। এর মধ্যে ৮৬ শতাংশই বিএ২, বাকি ১৪ শতাংশ বিএ১ ধরন।
এর আগে বৃহস্পতিবার জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের ফলাফল প্রকাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ওই হাসপাতালে করোনা রোগীদের ৮২ শতাংশের শরীরে ওমিক্রন এবং ১৮ শতাংশের শরীরে ডেল্টা ধরন শনাক্ত হয়েছে।
জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় কোভিডের নতুন ধরন ওমিক্রনের অতি বিস্তার ডেল্টা ধরনের ওপর প্রাধান্য বিস্তার করে।
এর আগে গত বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশে দুজন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন ধরন পাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওই দুজন জিম্বাবুয়ে থেকে ফিরেছিলেন।
ওমিক্রনের দাপটে দেশে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। জানুয়ারির শেষ দিকে সংক্রমণ চূড়া স্পর্শ করে।