শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

রাজশাহীর তানোরে সরকারি কাজে বাধা ও ইউনিয়ন (ইউপি) ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা কথিত কবিরাজ, ভুমিদস্যু আবুল কালাম আজাদসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন থানার কর্তব্যরত কর্মকর্তা (এএসআই) মহসিন আলী।

আটককৃতরা হলেন- চাঁন্দুড়িয়া ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁন্দুড়িয়া উপরপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে কথিত কবিরাজ ও ভুমিদস্যু আবুল কালাম আজাদ (৫৬),তার ভাই মোতাহার আলী (৩২)। এছাড়াও একই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে কেরামত আলী (৪৫)।

স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ১৭ বছর আবুল কালাম আজাদ সরকারি কোনো অনুমোদন না নিয়েই মানবদেহের কবিরাজি চিকিৎসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ তার কবিরাজি চিকিৎসায় কোনো মানুষ সুস্থ হয়েছে বলে তাদের জানা নাই। তারা তার কথিত কবিরাজি ব্যবসা বন্ধের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) পোস্ট অফিস সংলগ্ন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১১ শতক জমি রয়েছে। সেখানে ইউপি ভুমি অফিস নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা কতিথ কবিরাজ ও ভুমিদস্যু আবুল কালাম আজাদ জোরপূর্বক ওই জায়গা বালি দিয়ে ভরাট শুরু করে। এদিকে গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার  ইউএনওর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে ইউপি ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কবিরাজ কালামসহ তার লোকজন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে।

এদিন এঘটনায় তানভীর আহম্মেদ সজীব বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তির বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেন। পরে ইউএনওর নির্দেশে ৯ সেপ্টেম্বর জমি জরিপ করা হয়। জরিপে দেখা যায় শুধু ভরাট করা জায়গা নয়, রাস্তার পাশে অবস্থিত কালামের দ্বিতল ভবনের প্রায় ১৪ ফিট জায়গা সরকারি সম্পত্তি। ফলে তাকে দই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব বলেন, সরকারি জায়গা জরিপ করে দেখা যায় শুধু ভরাট করা জায়গা নয়, রাস্তার পাশে অবস্থিত দ্বিতল ভবনের প্রায় ১৪ ফিট সরকারি সম্পত্তি ভূমিদস্যু কালাম হাজী জোরপূর্বক দখলে নিয়ে সেখানে দ্বিতল ভবন নির্মাণ করেছেন। ফলে দুই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ইউএনও স্যার। পরে গত ১০ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে থানায় মামলা রেকর্ড করা হলে ১১ সেপ্টেম্বর তাদের আটক করে পুলিশ।

এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com