তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোর পৌর সদরের থানা মোড়ে বিবাদমান (আদালতে বিচারাধীন) সম্পত্তির উপর নির্মিত বাড়ী বিক্রির পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ অক্টোবর এ ঘটনায় শিখা দাস বাদি হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও তানোর সাব-রেজিষ্টারের কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার তানোর মৌজা জেল নম্বর ১৪৪, খতিয়ান নম্বর সাবেক ৪৬৮, এসএ ৬২১ এবং হাল ১০৩২/৯১৯। দাগ নম্বর সাবেক ১৩৭৩ হাল ১৬৬২ শ্রেণী ভিটা পরিমান,৪১০০ একরের কাত,১৩৫০ একর এবং হাল দাগ নম্বর ১৮৩৬, শ্রেণী বাড়ী.১১০০ একরের কাত.০৩৭৫ একর মোট সাড়ে ১৭ শতক। ক্রয় সুত্রে এসব সম্পত্তির মালিক শীবতলা গ্রামের মৃত নিশিথ কুমার দাসের স্ত্রী শিখা দাস। বিগত ১৯৭২ সালে তানোর গ্রামের মৃত নগেন্দ্র দাসের ছোট পুত্র কার্তিক দাসের কাছে থেকে ক্রয় করেন নিশিথ কুমার দাস যাহার দলিল নম্বর ১৯৭৭/১৯৭২ইং। কিন্ত্ত নগেন দাসের মৃত্যুর পর তার দুই পুত্র শিবনাথ ও বিশ্বনাথ জাল দলিল সৃষ্টি করে (যাহার নম্বর ১৬৫২০) উক্ত সম্পত্তি বিনিময় করেন বিনোদপুর গ্রামের শাহজাহান আলীর পুত্র হাবিবুর রহমানের সঙ্গে।এদিকে ঘটনা জানার পর রাজশাহী সহকারী জজ এবং জেলা আদালতে মামলা করা হয়।বিগত ২০০২ সালে সহকারী জজ ও ২০০৫ সালে জেলা জজ আদালত ১৬৫২০ নম্বর দলিল জাল বলে স্বত্ত্ব ঘোষণা রায় দেন। এদিকে এই রায়ের বিরুদ্ধে শিবনাথ ও বিশ্বনাথ উচ্চ আদালতে আপিল করেন যাহার নম্বর ২৯৩৮ উচ্চ আদালতে শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।অন্যদিকে আদালতে বিচার চলাকালীন সময়ে হাবিবুর রহমান লাঠির জোরে সেখানে বহুতল ভবন নির্মাণ করে বিক্রির পাঁয়তারা করছে। এবিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান হাবিব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা বৈধ কাগজপত্র দেখেই সম্পত্তি ক্রয় করেছেন।