বিডি ঢাকা ডেস্ক
লক্ষ্মীপুরের রামগতিতে তরমুজের ফলন (চারা) তুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামে নিজাম উদ্দিন পিংকুর চাষকৃত তরমুজ খেতে এ ঘটনা ঘটে। এ নিয়ে রামগতি থানায় একটি অভিযোগ করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে নিজাম উদ্দিন ও একই এলাকার আবদুশ সহিদ, আবদুর রবদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
নিজাম উদ্দিন তার তরমুজ খেতে পানি দেওয়ার জন্য আবদুর রবের জমির আইলের ওপর দিয়ে আসা-যাওয়া করতেন। এতে আবদুর রব বাধা দেন এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ তরমুজের ফলন (চারা) নষ্ট করার হুমকি দিয়ে আসছিলেন। ৫ই ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে আবদুর রব গংরা নিজামের তিন একর জমির তরমুজের ফলন তুলে ফেলেন, যার ফলে প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়।
রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।