তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) নওগাঁর মান্দায় ১৪টি ইউপির মধ্যে তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ১১টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নৌকার প্রার্থীদের বাইরে যে ১১ জন স্বতন্ত্র হিসেবে বিজয়ী হয়েছেন, তাদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চারজন। বাকি সাতজনের মধ্যে চারজন বিএনপি ও তিনজন জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। একটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
২০১৬ সালের নির্বাচনে মান্দা উপজেলার ১৪টি ইউপির মধ্যে আটটি ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছিলেন।
মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয় ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর কাছেই তিনি পছন্দের ছিলেন না। সাধারণদের অধিকাংশই তাকে চিনেই না। তৃণমূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে সামন্ত কুমারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ কারণে ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই তার পক্ষে কাজ করেননি। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরেই আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় অনুমেয় ছিল। ভোটের ফলাফলের পর তার প্রমাণ মিলল।
মান্দা সদর, নুরুল্যাবাদ ও তেতুলিয়া ইউপিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত নেতারা বিজয়ী হয়েছেন। তারা হলেন- মান্দা সদর ইউপিতে তোফাজ্জল হোসেন, নুরুল্যাবাদে ইয়াসিন আলী প্রামাণিক ও তেতুলিয়া ইউপিতে এস এম মোখলেছুর রহমান। এর মধ্যে তেতুলিয়া ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা সাতজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী গাজীবুর রহমান ভোট পাওয়ার ক্ষেত্রে চতুর্থ স্থানে। অপর দুই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে বিজয়ী প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
তেতুলিয়া ইউপিতে বিজয়ী প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াত নেতা এস এম মোখলেছুর রহমান পেয়েছেন ৪ হাজার ৩৭৭ ভোট। আওয়ামী লীগের প্রার্থী গাজীবুর রহমান পেয়েছে ২ হাজার ৬০২। এই ইউপিতে সাতজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ভোট পাওয়ার ক্ষেত্রে তিনি চতুর্থ স্থানে।
কাঁশোপাড়া, বিষ্ণুপুর ও ভালাইন ইউপিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। কাঁশোপাড়া ইউপিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ভালাইনে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মণ্ডল ও বিষ্ণুপুর ইউপিতে আওয়ামী লীগ নেতা এস এম গোলাম আজম বিজয়ী হয়েছে। এর মধ্যে কাঁশোপাড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেক ভোট পাওয়ার দিক থেকে পাঁচজন প্রার্থীর মধ্যে তৃতীয় স্থানে। ভালাইনে আওয়ামী লীগের প্রার্থী ইব্রাহিম আলী মণ্ডল ও বিষ্ণুপুরে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমের সঙ্গে বিজয়ী প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
উপজেলার প্রসাদপুর গনেশপুর, কুশুম্বা ও কালিকাপুর ইউপিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি নেতারা বিজয়ী হয়েছেন। প্রসাদপুর ইউপিতে বিএনপি নেতা আব্দুল মতিন মণ্ডল, গনেশপুরে শফিকুল ইসলাম চৌধুরী কুশুম্বায় নওফেল আলী ও কালিকাপুরে আশরাফুল ইসলাম বিজয়ী হয়েছেন। এর মধ্যে কালিকাপুর ও বিষ্ণুপুর ইউপিতে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা ভোট পাওয়ার ক্ষেত্রে তৃতীয় স্থানে এবং গনেশপুর ও কুশুম্বায় দ্বিতীয় স্থানে।
অন্যদিকে অনেক চাপের মধ্যে থেকেও বিদ্রোহী ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের হারিয়ে তিনটি ইউপিতে জয় ছিনিয়ে এনেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তারা হলেন, ভারশোঁ ইউপিতে মোস্তাফিজুর রহমান, কশবে ফজলুর রহমান ও পরানপুর ইউপিতে মাহফুজুর রহমান।
দলের প্রার্থীদের শোচনীয় পরাজয়ের কারণ সম্পর্কে জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, মান্দাতেই আমার বাড়ি। দলীয় প্রার্থীদের শোচনীয় পরাজয় হলেও মান্দায় আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন কমে গেছে এটা বলা যাবে না। এবারের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতার অনৈতিক বাণিজ্যের কারণে অপরিচিত ও অযোগ্য ব্যক্তিরা দলীয় মনোনয়ন পেয়েছেন। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব দেখে হাইব্রিড জাতীয় নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।
মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল বলেন, দলীয় প্রার্থীদের পরাজিত হওয়ার প্রধান কারণ বিদ্রোহী প্রার্থী থাকায়। বিদ্রোহী প্রার্থী থাকায় ভোট ভাগাভাগির কারণে দলীয় প্রার্থীদের পরাজয় হয়েছে। এছাড়া আরও কিছু কারণ রয়েছে। এসব ভুলত্রুটি চিহ্নিত ও সেগুলোর সমাধান করে আগামীতে দলকে সাংগঠনিকভাবে কিভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।