বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেছেন, আমাদের এই জেলার যেসব কর্মী বিদেশে যায়, তারা অনেকেই দক্ষ। বিশেষ করে রাজমিস্ত্রি হিসেবে যারা বিদেশে যায় তারা। তাছাড়া আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট ও টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে তারা বিদেশে যাচ্ছে। তারপরও দক্ষতার বিকল্প নেই। সারা বিশ্ব এখন দক্ষ কর্মী চায়। তাছাড়া দক্ষ কর্মীদের বেতনও বেশি।
জেলা প্রশাসক আরো বলেন- দক্ষ জনশক্তির উর্বর ভূমি চাঁপাইনবাবগঞ্জ। তবে বিদেশ যাবার আগেই সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। আপনি কোন দেশে কি কাজে যাবেন তা ভালোভাবে জেনেবুঝে যাবেন। কারণ, সেই কাজে যদি আপনার ধারণাই না থাকে তাহলে আপনি প্রতারণার শিকার হবেন।
উদাহরণ দিয়ে তিনি বলেন- ধরুন, চাঁপাইনবাবগঞ্জের কোনো কর্মীকে সাইপ্রাসে পাঠিয়ে দেয়া হলো এবং তাকে সাগরে মাছ ধরার কাজ দেয়া হলো। তাহলে কী তিনি সেই কাজটি করতে পারবেন? তার কি সেই অভিজ্ঞতা আছে? কাজেই যে দেশে যাবেন, সেই দেশ সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, বৈধভাবে যাচ্ছেন কিনা, দালালের খপ্পরে পড়ছেন কিনা তা ভালোভাবে জেনেবুঝে সিদ্ধান্ত নেবেন।
বৃহস্পতিবার ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে অভিবাসন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। তিনি তার উপস্থাপনায় জানান, বৈধপথে বিদেশ যাবার জন্য বাংলাদেশে তিনটি বিমানবন্দর রয়েছে। বিমানবন্দর তিনটি হচ্ছে- ঢাকায় হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এর বাইরে কর্মসংস্থানের জন্য অন্য কোনো বৈধপথ নেই।
বিদেশ গমনেচ্ছু কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের দ্বিতীয় অফিসার কার্ত্তিক কুমার প্রাং।
‘নিয়ম মেনে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুই-ই মিলে’- স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিদেশ গমনেচ্ছু কর্মী, তরুণ-যুবকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।