বিডি ঢাকা ডেস্ক
দিনাজপুরে সরকারি ওপেন মার্কেট সেলের (ওএমএস) পণ্যের বস্তা বদল করে বাজারে বিক্রির জন্য প্রক্রিয়াজাত করার সময় অভিযান চালিয়ে ১ হাজার ৫৪০ কেজি চাল ও ৯৫০ কেজি আটা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর শহরের পাটুয়াপাড়া সাংবাদিক গলিতে অভিযান চালিয়ে রানা হোসেনের (৩২) বাড়ি থেকে এসব চাল ও আটা জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনাজপুর শহরের পাটুয়াপাড়ার মহল্লার মুক্তার হোসেনের ছেলে রানা হোসেন (৩০) দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত ডিলারের মাধ্যমে ওএমএসের সরকারি চাল ও আটা স্বল্প দামে ক্রয় করেন। এরপর নিজ বাড়িতেই বস্তা পরিবর্তন করে বেশি দামে বাজারে বিক্রি করে আসছেন। প্রতিদিন তার বাড়ির সামনে থেকে পাঁচ থেকে সাতটি করে ভ্যান ভর্তি করে বিভিন্ন দোকানে চাল ও আটা বিক্রি করে আসছিলেন।
দিনাজপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এই অসাধু ব্যবসায়ী ওএমএসের চাল ও আটার বস্তা বদল করে দীর্ঘদিন বিক্রি করে আসছেন। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৫৪০ কেজি চাল ও ৯৫০ কেজি আটা জব্দ করা হয়। রানার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং তাকে গ্রেপ্তার করতে পারলে এর পেছনে কারা জড়িত তাদেরকেও খুঁজে বের করা যাবে।