বিডি ঢাকা ডেস্ক
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কোল্ডস্টোরেজে প্রতি বস্তার বিপরীতে ন্যায্য ভাড়া নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে মহাসড়কে আলু ঢেলে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বীরগঞ্জের শহীদ মিনার সম্মুখ সড়কে আলুচাষি ও ব্যবসায়ী সমিতি লিমিটেডের ব্যানারে দুই ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়। পরে তারা পঞ্চগড়-রংপুর মহাসড়কে আলু ঢেলে বিক্ষোভ ও অবরোধ করেন।
আলুচাষিদের দাবিগুলো হলো- কোল্ডস্টোরেজে প্রতি বস্তার বিপরীতে ন্যায্য ভাড়া নির্ধারণ, অহেতুক হয়রানি বন্ধ, আলু শুকানোর জন্য শেড চার্জ ফ্রি বা নামমাত্র করা, আলু সংরক্ষণের জন্য হিমাগার মালিকগণ যে ঋণ প্রদান করেন তা ব্যাংকের সুদের হারের চেয়ে ২% এর চেয়ে বেশি নির্ধারণ না করা, সংরক্ষিত আলু পচে গেলে বা স্টোরেজ কর্তৃপক্ষের গাফিলতিতে নষ্ট হলে তৎকালীন বাজার অনুযায়ী সংরক্ষণকারীকে মূল্য পরিশোধ করা।
মানববন্ধনে আলুচাষি এনামুল হোসেন জানান, গত কয়েক বছর থেকে তারা আলু সংরক্ষণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে করে আলুচাষি ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারিয়েছেন। তাই গত দুই বছরে আলু উৎপাদনে চাষিরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, ফলে দেশে আলুর ঘাটতি দেখা যায় এবং আলুর দাম অনেক বেড়ে ভোক্তার নাগালের বাইরে চলে যায়।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, কৃষকরা লোন নিয়ে শত পরিশ্রম করে আলু আবাদ করেন। আজকের বিষয়টি জানার পর তৎক্ষণাৎ জেলা প্রশাসককে অবহিত করেছি। জাতীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টার পাশাপাশি স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে দু-একদিনের মধ্যে বসে সমাধানের চেষ্টা করা হবে।