অনলাইন নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। এর আগের দিন শনিবার একজনের মৃত্যু হয়েছিল। তার আগে টানা এক মাস মৃত্যুহীন ছিল দেশ। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১২৮ জন।রোববার (২২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এদিন নতুন ২৯ জনের দেহে করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। আর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ১৬ জন। আর দেশে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জন। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৮শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৪১ শতাংশ।
সেখানে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। আর দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬৪ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৭ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৩২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
অধিদফতরের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮২৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৩৬টি নমুনা। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৮২ হাজার ৬৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..