অনলাইন নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গতকাল সোমবার করোনায় ১ জনের মৃত্যু হয়। এই সময়ে ১৭৮ জনের করোনা শনাক্ত হয়।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১০ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন। মারা গেছেন ২৯ হাজার ৩১৬ জন।