বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স নিউমার্কেট মুদি বাজারে অভিযান চালিয়েছে। শুক্রবার সকাল ১১টায় এই টাস্কফোর্স কমিটির সদস্য সচিবি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে নিউ মার্কেট মুদি বাজারে হুমায়ন স্টোরসহ বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়। এসময় হুমায়ন স্টোরের প্রোপাইটর মো. হুমায়ন কবির (৩৭)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মীর আল মনসুর শোয়াইব ছাড়াও কমিটির সদস্য জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী, জেলা ক্যাব সেক্রেটারি ও কমিটির সদস্য মো. আব্দুর রহিম, খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে সদর থানা পুলিশের এএসআই আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।