সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের সরকারি বাসভবনে এক দূর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরেরা ওই বাসভবনের দরজার তালা ভেঙে ভেতরে থাকা আইপিএস’সহ ব্যাটারি এবং ভবনের পাশ থেকে পানির পাম্পটি নিয়ে গেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
বিষয়টি জানতে পেরে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মো.শামসুদ্দোহা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন মহোদয় দীর্ঘদিন ধরে তিনি তাঁর সরকারি বাসভবনে থাকেন না। সেটি তালাবদ্ধ ছিল। এছাড়াও উপজেলা পরিষদে নেই কোনা নৈশ প্রহরী। এমনকি সেখানে নেই কোনো সিসি ক্যামেরাও। আর এ সুযোগেই চোরেরা এ চুরির ঘটনাটি ঘটিয়েছে। ইউএনও স্যারের সঙ্গে গিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জানতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ব্যবহৃত ০১৯০৯-১৬০৯৯৬ নম্বর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁর ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।