বিডি ঢাকা অনলাইন ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চালসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (১৯ অক্টোবর) সকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- উপজেলার ধুন্দার দারোগাপাড়া গ্রামের আল-আমিন (৩২) এবং ভটভটি চালক নন্দীগ্রাম পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম (৪০)।
পুলিশ ও স্থনীয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন ১৫ টাকা কেজির ৪০ বস্তা চাল ক্রেতাদের কাছ থেকে কালোবাজারে কিনে নিয়ে ধুন্দার বাজার দিয়ে ভটভটিতে করে পাচার করছিলো।
এসময় স্থানীয় লোকজনের সন্দেহ দেখা দেয়। পরে ভটভটিতে থাকা সাদা প্লাষ্টিকের ৪০ বস্তা চালসহ আল-আমিন ও ভটভটি চালক শহিদুল ইসলামকে আটক করা হয়। সংবাদ পেয়ে পুলিশ চাল জব্দ করে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ইউপি সদস্য আমিনুল ইসলাম বাদী হয়ে ২ জনের নামে থানায় মামলা করেছেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ধুন্দার বাজারের লোকজন ৪০ বস্তা চালসহ দুইজনকে আটক করে থানায় দেয়। পরে স্থানীয় ইউপি সদস্য বাদী হয়ে মামলা করেছেন।
এ জাতীয় আরো খবর..