বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের সোনার মোড়-বালিগ্রাম এলাকায় অবস্থিত নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্র তুলে দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিশিষ্ট চিকিৎসক ডা. ময়েজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য আব্দুল হান্নান রজ্জু। স্বাগত বক্তব্য দেন- বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ।
প্রধান অতিথি তার বক্তব্যে স্কুলের শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। নিজ জন্মস্থান উল্লেখ করে এই বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। তিনি বিদ্যালয়ের সুনাম ও লেখাপড়া এবং খেলাধুলার পরিবেশ উন্নয়নে এলাকার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়।
আগামী ৩০ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জন শিক্ষার্থী অংশ নিবেন। তাদের মধ্যে ৪৪ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী রয়েছেন।