মোঃ মনিরুল ইসলাম,নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আজ বুধবার বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহাঃ জিয়াউরের রহমানের অনুরোধে এ অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। নাচোলের কৃতি সন্তান লালমনিরহাট জেলা পুলিশ কার্যালয়ে কর্মরত এএসপি মোঃ আতাউর রহমানের পক্ষ থেকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপেক্স ইউএইচএ ডাঃ পাপিয়া সুলতানার হাতে এ অক্সিজেন সিলিন্ডার তুলে দেন, নাচোল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব মোঃ রয়েল বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।। উল্লেখ্য, পরবর্তীতে পর্যায়কক্রমে আরো ২০ টি অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ দেওয়ার প্রতিশ্রুতি দেন।। সেই সাথে করোনা মহামারীর এই দুঃসময়ে নাচোলেরর বিত্তবানদের করোনা রোগীদের পাশে বিভিন্ন ভাবে পাশে দাড়ানোর আহ্বান জানান।