বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত বুধবার রাতে রহস্যজনকভাবে আগুনে ঝলসানো এক নারীকে এলাবাসী উদ্ধার করে পুলিশেকে খবর দেয়। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, জনৈক ভ্যানচালকসহ যাত্রীরা রাতের বেলায় দরবেশপুর নামক স্থানে রাস্তার পাশে এক নারীর গায়ে আগুন জ¦লতে দেখে ও চিৎকারে তাকে উদ্ধার করে নাচোল হাসপাতলে নিয়ে যায়। খবর পেয়ে নাচোল থানাপুলিশ ততক্ষনাৎ আক্রান্ত নারীকে হাসপাতালে দেখতে যান।
পরে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ওই নারী উপজেলার নাচোল রেলস্টেশনের হাতাডাউন পাড়ার রোজবুলের মেয়ে ও সাহাপুর গ্রামের মুক্তারুলের স্ত্রী সীমা খাতুন(৩৪) বলে পুলিশ জানতে পেরেছে। অক্রান্ত সীমা খাতুনের স্বজনরা জানায় সে নাসিরাবাদ গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে ফিরার পথে এ ঘটনা ঘটে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই নারীর পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।