বিডি ঢাকা ডট কম নিউজঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ্য থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আগামী দ্বাদশ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী খুরশিদ আলম বাচ্চু,নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের,পৌর আওয়ামী লীগের সভাপতি ঝালু খান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম,সাবেক জেলা পরিষদের সদস্য রয়েল সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।