বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। আজ শনিবার নাচোল থানার আয়োজনে দিবসটি পালন উপলক্ষে একটি শোভাযাত্রা নাচোল পৌর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা সারমীন,অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন নাচোল হাসপাতালের ইউএইচএ ডাঃ সুলতানা পাপিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্তসভাপতি আবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব,কমিউনিটি পুলিশিং এর নাচোল উপজেলা সদস্য সদস্য সচীব আমিরুল ইসলামসহ বীরমুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবরগ। আলোচনা শেষে গম্ভীরা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।