বিডি ঢাকা ডট কম নিউজঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে হাটবাকইল
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমানের বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে উপজেলার নেজামপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের আনিসুর রহমানের স্ত্রী মোসাঃ রিপা বিবি (৩১), এর ছাগল গত ৩১/৮/২০২২-তাং দুপুরে বিবাদী আতাউরের ধানক্ষেতে ধান খায়।
বিবাদী ছাগলটিকে খোয়াড়ে দেন। তাতে সে খ্যন্ত না হয়ে পরেরদিন সকাল ৮টার দিকে রিপার বাড়ির সামনে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। ভুক্তভোগী তার প্রতিবাদ করলে বিবাদীর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে সারা শরীরে এলোপাথাড়ি মারপিট করে লিলাফুলা ও জখম করে এবং প্রাণনাশের হুমকিও দেন।
পরে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার আমি রিপা বিবি আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে ন্যায় বিচারের আশায় থানায় অভিযোগ করলাম।
এব্যাপারে বিবাদী আতাউর এর সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি তাকে কোন ধরনের মারপিট করিনি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমাকেই সে উল্টো গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দিয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত পূর্বক এসআই
মজিবর রহমানকে ব্যাস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।