মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাগঞ্জ নাচোলে ২০২০-২০২১ অর্থ বছরে রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওয়াতায় জেলেদের বিকল্প আয় বর্ধক কর্মসূচীর ভ্যান গাড়ি ও সেচ পাম্প বিতারণ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ১৫ জনের মাঝে ৭টি সেচ পাম্প ও ৮টি ভ্যানগাড়ী বিতারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারমান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, জেলা সিনিয়র মৎস অফিসার আমিমুল ইসলাম, নাচোল সহকারি কমিশনার (ভুমি) খাতিজা বেগম, উপজেলা মৎস অফিসার শামিম আহম্মেদ, ফতেপুর ইউপি চেয়ারমান সাদির আহম্মদ ভুলু, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।