বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুরে জোড়া খুনের ঘটনায় নাচোল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার সন্ধ্যার পর মামলাটি দায়ের করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটের মাছ বিক্রির টিনশেডে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে নেয়ার পথে উপজেলার খলসী গ্রামের মো. এজাবুলের ছেলে মো. মাসুদ (২০) ও চাঁনপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৪) মারা যান। ওই ঘটনায় ৪ জন আহত হন। আহতরা হলেন- খলসী গ্রামের জালালের ছেলে মো. সুমন (১৮), মো. আলমের ছেলে মো. রজব আলী ওরফে রনি (১৪), মো. রব্বানী ওরফে পাতুর ছেলে মো. আরমান (১৬) ও ফিরোজের ছেলে মো. ইমন (১৫)।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক মল্লিকপুর গ্রামের বাহার আলী মন্ডলের ছেলে মো. আজিজুল হক (৫২), মো. এজাবুলের ছেলে মো. তাসিম (৩২)কে ওই গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
গত বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে জানান, পুলিশ সুপার মো. রেজাউল করিম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করে গেলেন। মামলা হয়েছে, অভিযান অব্যাহত আছে, তবে নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এদিকে নিহতদের পরিবারে এখনো চলছে শোকের মাতম।