নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার উদ্যোগে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় নাচোল পৌর মিলনায়তনে প্যানেল মেয়র তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা বক্তব্য রাখেন বিএমডাবলুএসএসপি’র সোসাল ডেভোলপমেন্ট অপিসার আবু সাহেদ, নাচোল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, নাচোল পৌরসভার উপসহকারী প্রকৌশলী রাজিব হোসাইন । কর্মশালায় নাচোল পৌর সভার ৯টি ওয়ার্ডের টিএলসিসি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জিওবি, আইডিএ(বিশ্বব্যাংক) ও এআইআইবি’র অর্থায়নে টেকনিক্যাল সাপোর্ট ইউনিট এর সহযোগীতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে পৌর কর্তৃপক্ষ জানান। নাচোলে মৎস্য সম্পদ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মৎস্য সম্পাদ উন্নয়ন বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়য়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে রাজশাহী বিভাগে মৎস্য সম্পাদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছোট মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষনের উদ্বেধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামিম। প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেন আমনুরা মৎস্য খামারের ব্যবস্থাপক আমানুল্লাহ খান। এ প্রশিক্ষনে ২৫জন মৎস্য চাষী অংশগ্রহন করেন।