মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিনা মুল্যে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। উপজেলার প্রায় ২ হাজার কৃষকের মাঝে এ প্রনোদনা বিনা মুল্যে বিতরণ করা হয়। প্রনোদনার মধ্যে রয়েছে ১০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিএপি সার ও ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ। ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ উফশী আউস ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনা মূল্যে বীজ ও রাসায়নকি সার কৃষকদের মাঝে সহায়তা প্রদান করা হয়। আজ বৃহসপ্রতিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে কৃষি প্রনোদনা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।