বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তে-ভাগা আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী নেত্রী রাণী ইলামিত্রের ২০তম মৃত্যু বার্ষিকি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ২টার দিকে উপজেলার নেজামপুর ইউপির কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে রানী ইলামিত্র সংসদ’র আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে, দৈনিক গৌড় বাংলা পত্রিকার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদের সঞ্চালনায়, কাঙালি ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সৈকত জোরদার। স্বাগত বক্তব্য রাখেন রাণী ইলা মিত্র সংসদ এর সভাপতি শ্রী বিধান সিং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, চাঁপাই নবাবগঞ্জ প্রয়াস উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, নাচোল ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ আল্লামা আকবর, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক দুলাল উদ্দিন খান, উপজেলা পরিষদের সাবেক
ভাইস-চেয়ারম্যান আবু তাহের খোকন, লেখক ও গবেষক আলাউদ্দিন আহম্মেদ বটু, সাবেক মেম্বার সামাদ, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ।