মোঃ মনিরুল ইসলাম,নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “সারাদেশের ন্যায়” চাঁপাই নবাবগঞ্জের নাচোলেও সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি উপজেলার সদরসহ বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রেখেছেন। নাচোল উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন ও বিধি নিষেধ “সারাদেশের ন্যায়” নাচোলেও বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সরেজমিনে দেখাগেছে, নাচোল বাসস্ট্যান্ড মোড়, নাচোল মধ্যে বাজার, উপজেলা গেটের পাশাপাশি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অন্যান্য দোকান মাঝে মাঝে খুলে থাকতে দেখা গেছে। সে বিষয়ে নজর দেবেন বলে জানান উপজেলা প্রশাসন। বৈশ্বিক মহামারী এ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করতে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেই চলেছেন। প্রশাসন সাধারণ জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছেন পাশাপাশি বিভিন্ন এলাকায় মাক্স বিতরণ করছেন। এছাড়া উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় কর্মহীন ব্যক্তিদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন। আজ শনিবার নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম জানান, নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আজ সকাল ১২ টা পর্যন্ত বিভিন্ন ৯টি মামলায় ২হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান রয়েছে। এই লকডাউন বাস্তবায়ন করার জন্য নাচোল থানা পুলিশের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় কাজ করছে।