বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১২টি দূর্গামন্দিরে শারদীয় দূর্গোৎসব প্রতিমা বির্সজন এর মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে শেষ হয়েছে।
নাচোল পৌরসভার মধ্যবাজার দূর্গামন্দির, কসবা ইউনয়নের সোনাইচন্ডী দূর্গামন্দির, ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর ও শিংরোইল দূর্গামন্দির, নাচোল ইউনিয়নের আমজোয়ান ও রাজবাড়ী দূর্গা মন্দির, নেজামপুর ইউনিয়ের হাটবাকইল, জাহিদপুর, বরেন্দ্রা, ডিমকইল, খিঁকটা দুর্গামন্দিরে সনাতন ধর্মের লোকজন শান্তিপূর্নভাবে পুজা উৎসব পালন করেন।পুজা মন্দিরে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার জন্য পুজা উদযাপন কমিটির জন্য ১৫জন স্বেচ্ছাসেবক, প্রতিটি মন্দিরে ২জন পুরুষ ও ২জন নারী আনসার ভিডিপির সদস্য, পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর দারি অব্যাহত ছিলো। নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোইমেনা শারমীন ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান সকল মন্দির পরিদর্শন করেন। এছাড়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। আজ বুধবার নাচোলে প্রতিমা বির্সজন শান্তিপূর্নভাবে হয়েছে বলে অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান।