বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শ্যামলী সংঘ সুবর্ণ জয়ন্তী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নাচোল রেলষ্টেশন মাঠে
নাচোল ক্রিকেট একাডেমি বনাম শিবগঞ্জ পৌরসভা ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নাচোল সরকারি ডির্গী কলেজের (সাবেক) অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
বিশেষ অতিথি ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল শাখা সোনালী ব্যাংক এর ম্যানেজার ফারুক হোসেন, উপজেলা একটি বাড়ি একটি খামার এর সমন্বয়কারী হাবিবুর রহমান সহ অন্যান্যরা।