বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩ জন পলাতক আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। বুধবার নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এনআই অ্যাক্টে আদালতে সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ মেহের আলী ও মো. মতিউর রহমান নামে দুজনকে এবং ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. তৌহিদুল ইসলামসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য ২ জন হলেন এন.সি. আর ১৮৪/২২ (রাজ) এর আসামি মো. আব্দুর রশিদ এবং ফৌজদারী কার্যবিধ ১৫১ ধারায় মো. হিমেল।
তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি মিন্টু রহমান জানান।