অলিউল হক ডলার,নচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমি উপদেষ্টা মজিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বাদ মাগরিব নাচোল প্রেসক্লাবে গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে সহ-সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গীতাঞ্জলির উপদেষ্টা আবু তাহের খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান বাদল, নাচোল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, গীতাঞ্জলির সাংস্কৃতিক একাডেমি সভাপতি ও পরিচালক অলিউল হক ডলার, সাধারণ সম্পাদক হায়দার আলী, নাচোল প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম, অর্থ সম্পাদক ও নাচোল নিউজের প্রকাশক ও সম্পাদক হাবিবুল্লাহ সিপন, নির্বাহী সদস্য জমিরুদ্দিন, নাচোল সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, কন্ঠ শিল্পী সঞ্জয় দত্ত ও মরহুম মজিবুর রহমানের সন্তান তারিক আহম্মদ। উপস্থিত আলোচকবৃন্দ মুজিবুর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক বিষয় নিয়ে দীর্ঘ ক্ষন স্মৃতি চারণ করেন।